আমাদের সম্পর্কে
01-06-2023 তারিখে স্বপ্নায়ন ফাউন্ডেশনের কয়েকজন সপ্নবাজ ছেলের মাথায় স্বনির্ভর সংগঠনের আইডিয়াটির উদয় হয়। সমাজের জন্য কাজ করে যাওয়া নিবেদিত প্রাণ ছেলেগুলো হঠাত করেই বুঝতে পারে এবার নিজেদেরে জন্য কিছু করতে হবে। ভাবতেই ভাবতেই মাথায় আসে নিজেদের টাকায় নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করা পাশাপাশি বৃহৎ পরিসরে আশেপাশের এলাকায় নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী কর্মসূচী গ্রহণ করে অন্য মানুষের কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের আয় বাড়ানো, নিজের এবং সংগঠনের অন্য সদস্যের সংসারে সচ্ছলতা বাড়ানোর। এটি হবে একটি সম্পূর্ণ বানিজ্যিক এবং লাভজনক প্রতিষ্ঠান। সমতা, সততা, সহমর্মিতা ও সহযোগিতার এক উৎকৃষ্ট উদাহরণে পরিনত হবে এই সংগঠন। সবার কাছে এই কামনাই করছি। প্রাথমিক সদস্যদের কাছ থেকে কিছু চাঁদা ইতিমধেই সংগ্রহ করা হয়েছে এবং এর মাধ্যমে সংগঠনটি যে যাত্রা শুরু করেছে সেখান থেকে শুধু সামনেই ইনশাআল্লাহ।
